ঘরোয়া পদ্ধতিতে চুল সোজা করার মাস্ক তৈরি করুন | Chul Soja Korar Mask
ঘরোয়া পদ্ধতিতে চুল সোজা করুন
পার্লারে গিয়ে কেমিক্যাল ব্যবহার করে চুল স্ট্রেইট বা রিবন্ডিং করা চুলের জন্য খুবিই ক্ষতিকর। কিন্তু প্রাকৃতিক পদার্থ ব্যবহার করে ঘরেই বসে তৈরি করুন চুল সোজা করার মাস্ক।
মাস্ক তৈরি করতে যা যা লাগবে_
- এক কাপ নারিকেল মেশানো দুধ
- ৫-৬চামচ লেবুর রস নিন
- দুই চামচ অলিভ অয়েল নিন
- তিন চামচ কর্নস্টার্চ (কর্নফ্লাওয়ার) নিন।
পদ্ধতি –
- নারিকেল মেশানো দুধ, অলিভ অয়েল এবং লেবুর রস খুব ভালোভাবে মিশান। তারপর কিছু কিছু করে কর্নস্টার্চ মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিন। ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দানা না পাওয়া যায়।
- তারপর মিশ্রণটা সামান্য আঁচে চুলায় দিয়ে গরম করুন। তারপর ভালোভাবে মিশ্রণটি প্রতিনিয়ত নাড়ুন। কিছু সময় পর মিশ্রণটি ঘন ক্রিমের মতো হবে।
- তারপর ঠাণ্ডা হয়ে গেলে একটি বোতলে সংরক্ষণ করে রাখুন।
- গোসলের করার আগে প্যাকটি চুলে লাগান। কিছু সময় পর শুকিয়ে গেলে শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন।
- কমপক্ষে সপ্তাহে ২ বার করে টানা ২ মাস ব্যবহার করলেই চুল স্ সোজা হবে। এছাড়া এই প্যাক ব্যবহারে চুল ঝলমলে হয়।
Leave a comment