Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

01575606301

Recently Viewed
শীতের সবজি রান্নার রেস্তোরাঁ স্টাইলে রেসিপি

শীতের সবজি রান্নার রেস্তোরাঁ স্টাইলে রেসিপি

সবজি যারা খেতে পছন্দ করেন, তাদের জন্য শীতকাল খুব প্রিয় একটি ঋতু। কিন্তু প্রতিদিন একই ধরণের সবজি খেতে কার ভাল লাগে বলুন সবজি রান্নাটি একটু ভিন্নভাবে করা গেলে দারুন হয়, তাই না আজ নিয়ে এসেছি শীতের সবজি রান্নার রেস্তোরাঁ স্টাইলে রেসিপি। প্রতিদিনকার সবজি রান্না করুন একটু ভিন্নভাবে রেস্টুরেন্ট স্টাইলে।

শীতের সবজি রান্নার রেস্তোরাঁ স্টাইলে রেসিপি

উপকরণ:

গ্রেভির জন্য

৩টি বড় টমেটো
২টি মাঝারি আকারে পেঁয়াজ
২ টেবিল চামচ কাজুবাদাম
১-১/২ টেবিল চামচ তেল

সবজির জন্য

১/৪ কাপ আলু কুচি
১/৪ কাপ গাজর কুচি
১/৪ কাপ ফুলকপি
১/৪ কাপ বিনস
১/৪ কাপ মটরশুঁটি
১/৪ কাপ ক্যাপসিকা কুচি
১/৪ কাপ পনির কুচি
২-৩ টেবিল চামচ মাখন
২-৩ টেবিল চামচ ক্রিম
ধনেপাতা কুচি
লবণ স্বাদমত
১-১/২ টেবিল চামচ কাশ্মেরী লাল মরিচ গুঁড়ো
১ চা চামচ ধনিয়া গুঁড়ো
১ চা চামচ জিরা গুঁড়ো
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
১/২ চা চামচ কাসরি মেথি
১/২ চা চামচ আদা রসুন পেস্ট
৩-৫ টেবিল চামচ তেল
১টি ভাজা পাঁপড় (ইচ্ছা)

প্রণালী:

১। গ্রেভির জন্য প্রথমে প্যানে তেল গরম করতে দিন।
২। এরপর এতে টমেটো কুচি, কাজুবাদাম এবং পেঁয়াজ কুচি দিয়ে মঝারি আঁচে নাড়ুন।
৩। টমেটো নরম হয়ে এলে এতে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন।
৪। এখন আরেকটি প্যানে তেল গরম করতে দিন। এতে আলু কুচি, গাজর কুচি দিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
৫। আবার ফুলকুপি, বিনস, এবং পনির দিয়ে ভেজে নামিয়ে ফেলুন।
৬। এখন বাকি তেলের সাথে মাখন দিয়ে দিন। মাখন গলে গেলে আদা রসূনের পেস্ট দিয়ে নাড়ুন।
৭। এরপর এতে টমেটো পেস্ট, লবণ, লাল মরিচ গুঁড়ো দিয়ে ভাল করে নাড়ুন।
৮। বলক না আসা পর্যন্ত এটি নাড়তে থাকুন।
৯। গ্রেভি রান্না হয়ে গেলে এতে মটরশুঁটি, ক্যাপসিকাম কুচি দিয়ে ২-৩ মিনিট নাড়ুন।
১০। তারপর এতে ভাজা সবজিগুলো দিয়ে দিন।
১১। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কাসরি মেথি দিয়ে দিন।
১২। এবার ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট রান্না করুন।
১৩। শেষে ক্রিম, ধনে পাতা কুচি দিয়ে দিন।
১৪। চুলা থেকে নামানোর আগে ভাজা পাঁপড় গুঁড়ো করে দিয়ে মিশিয়ে নিন।
১৫। ব্যস তৈরি হয়ে গেল মজাদার রেস্টুরেন্ট স্ট্যাইল মিক্স ভেজি স

চিংড়ির ব্যাটার ফ্রাই রেসিপি

চিংড়ির ব্যাটার ফ্রাই রেসিপি

শীতের বিকালে মন ভাল করতে পারে একমাত্র জমিয়ে পেটপুজো চিংড়ির বাটার ফ্রাই। আজ আমরা শিখবো চিংড়ির ব্যাটার ফ্রাই রেসিপি। তাহলে আর দেরি না করে আজই বানিয়ে ফেলুন চিংড়ির ব্যাটার ফ্রাই।

চিংড়ির ব্যাটার ফ্রাই রেসিপি

যা যা লাগবে-
চিংড়ি মাছ-৩০০ গ্রাম (মাঝারি সাইজের)
চিনি-১/২ চা চামচ
গোলমরিচ গুঁড়ো-১/৮ চা চামচ

ব্যাটারের জন্য –

ময়দা-২ টেবিল চামচ
কারি পাউডার-১/৪ চা চামচ
ক্যালসিয়াম হাইড্রক্সাইড-১/৮ চা চামচ
তেল-ভাজার জন্য ১ বড় বাটি
জল-৪ থেকে ৬ টেবিল চামচ
নুন-স্বাদ মতো

যেভাবে বানাবেন –

চিনি ও গোলমরিচ গুঁড়ো চিংড়ি মাছে মাখিয়ে নিন। ময়দা, নুন ও কারি পাউডার একসঙ্গে জলে গুলে ব্যাটার বানিয়ে নিন। তেল গরম করুন। ব্যাটারের মধ্যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ভাল করে মিশিয়ে নিন। চিংড়ি ব্যাটারে ভাল করে ডুবিয়ে নিয়ে তেলে সোনালি করে ডিপ ফ্রাই করুন। এখন চিংড়ির ফ্রাই Prawn Fried সসের সঙ্গে পরিবেশন করুন।

 

স্পাইসি ফিশ খিচুড়ি রেসিপি

স্পাইসি ফিশ খিচুড়ি রেসিপি

শীতের দিনের নাশতায় একটু ভারী খাবার কিন্তু বেশ লাগে খেতে। তবে সবই হতে হবে গরম গরম! হরেক রকম পিঠা-পুলি তো আছেই, সাথে কিন্তু নান বা খিচুড়ির মত খাবার হলেও একেবারে মন্দ হয় না। শীতের এই হিম হিম সকালে গরম গরম খিচুড়ি খেতে মন চাইছে তাহলে স্বাদ বদলে রান্না করুন স্পাইসি ফিশ খিচুড়ি। অসাধারণ রেসিপিটি জেনে নিই চলুন।

স্পাইসি ফিশ খিচুড়ি রেসিপি

যা লাগবে 
পোলাও/বাসমতী চাল ১ কাপ
কোরাল / যে কোন মাছের কাঁটা ছাড়া ফিলে টুকরা ২ কাপ
মুগ ডাল ২ টেবল চামচ
মটরশুঁটি হাফ কাপ
পেঁয়াজ কুচি করা ১ কাপ
রশুন কুচি করা ২ চা চামচ
আদা মিহি কুচি ২ চা চামচ
শুকনো মরিচ ফাকি করা ১ চা চামচ (কম বেশি করা যাবে )
হলুদ গুঁড়া ১ চা চামচ
মরিচ গুঁড়া ২ চা চামচ
জিরা গুঁড়া ১ চা চামচ
আস্ত জিরা হাফ চা চামচ
তেল ২ টেবল চামচ
লবণ পরিমাণ মত
ঘি হাফ চা চামচ ( ইচ্ছা )
ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবল চামচ

প্রনালি

  • -প্রথমে মাছের ফিলেগুলিকে ২ টেবল চামচ লেবুর রস ,হাফ চা চামচ লেবুর মিহি খোসা,অল্প অলিভ অয়েল আর অল্প লবণ দিয়ে মাখিয়ে রাখুন ১ ঘণ্টা।
  • -একটি পাত্রে চাল আর ডাল একসাথে নিয়ে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন!
  • -এখন হাঁড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে আস্ত জিরা দিন , ফুটে উঠলে এতে পেঁয়াজ কুচি দিন, বাদামী করে ভেজে নিন।
  • -এবার এতে আদা মিহি কুচি,রশুন কুচি,শুকনো মরিচ ফাকি , হলুদ গুঁড়া ,মরিচ গুঁড়া ,জিরা গুঁড়া ,লবণ পরিমাণ মত আর অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন ।
  • -এবার পানিয়ে ভিজিয়ে রাখা চাল,ডাল , দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ৩ থেকে ৪ মিনিট । এখন এতে ২ কাপ গরম পানি , মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করে এতে ধনিয়া পাতা মিহি কুচি, মেরিনেট করে রাখা মাছের টুকরা গুলি আলতো করে ছড়িয়ে দিন ।
  • -ঢাকনা লাগিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন চাল সিদ্ধ হবার আগ পর্যন্ত , এতেই মাছ সিদ্ধ হয়ে যাবে এবং পানি পরিমাণমত দিলে খিচুড়ি ঝরঝরে হবে , মনে রাখবেন মাছ দেবার পর নাড়াচাড়া করলে মাছ ভেঙ্গে যাবে ।
  • -খিচুড়ি হয়ে আসলে নামানোর আগে অল্প ঘি ছিটিয়ে দিতে পারেন ( না দিলেও হবে)। হয়ে আসলে টমেটো ,পেয়াজ ,ধনিয়া পাতা দিয়ে বানানো সালাদ এর সাথে গরম গরম পরিবেশন করুন সাথে রাখতে পারেন একটা সিদ্ধ ডিমও।
টমেটো গাজরের সুপ রেসিপি

টমেটো গাজরের সুপ রেসিপি

এই শীতে তৈরি করুন মজাদার টমেটো গাজরের সুপ রেসিপি । চলুন জেনে নেই সেই মজাদার রেসিপিটি।

টমেটো গাজরের সুপ রেসিপি

উপকরণ:

টমেটো ৪টি। গাজর ২টি। পেঁয়াজ ১টি। রসুনের ৩ কোয়া। তেজপাতা ১টি। গোলমরিচ গুঁড়া ১/৪ চা-চামচ। ভেজিটেবল অথবা চিকেন স্টক ২ কাপ। তেল ২ চা-চামচ। লবণ স্বাদ মতো। ধনেপাতা সাজানোর জন্য।

টমেটো গাজরের সুপ রেসিপি 1পদ্ধতি:

টমেটো ও গাজর কিউব করে কেটে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, টমেটো, গাজর আর তেজপাতা দিন। সামান্য লবণ আর ১ কাপ চিকেন স্টক দিয়ে ফুটতে দিন ১৫ মিনিটের মতো।

১৫ মিনিট পর ঠাণ্ডা করে ব্লেন্ড করে নিন। তারপর এই মিশ্রণ আবার প্যানে দিয়ে বাকি এক কাপ স্টক দিয়ে ফুটতে দিন।

একবার ফুটে উঠলে গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে নামিয়ে নিন। হয়ে গেলে উপর দিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম এই সুপ।

আচারি বেগুন রেসিপি

আচারি বেগুন রেসিপি

সারা বছর যে সবজিটি বাজারে পাওয়া যায়, তা হল বেগুন। আর এই বেগুন দিয়ে রান্না করা যায় নানা রকমের মজার খাবার। বেগুন ভাজি, বেগুন ভর্তা, বেগুন দোলমা কত রকমের রান্নাই না করলেন এই বেগুন দিয়ে। আচারি বেগুন কি কখনও রান্না করেছেন ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করা যায় বেগুনের এই খাবারটি।

আচারি বেগুন রেসিপি

আচারি বেগুন রেসিপি-

উপকরণ:

মশলার জন্য
১ চা চামচ জিরা
১/২ চা চামচ কালোজিরা
১/২ চা চামচ মৌরি
১/২ চা চামচ সরিষা

গ্রেভির জন্য
৮-১০টি ছোট বেগুন
২টি টমেটো সিদ্ধ
২-৩ টি লাল মরিচ
১/২ চা চামচ মৌরি
১/২ চা চামচ সরিষা
১ টেবিল চামচ আদা রসুন পেস্ট
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লাল মরিচ গুঁড়ো
২ চা চামচ ধনিয়া গুঁড়ো
৫ টেবিল চামচ তেল
লবণ
পানি

প্রণালী:

১। প্রথমে টমেটো সিদ্ধ করে নিন।
২। এবার আরেকটি প্যান মাঝারি আঁচে চুলায় দিন।
৩। প্যান গরম হয়ে আসলে মৌরি, কালোজিরা, জিরা, সরিষা দিয়ে কিছুক্ষণ নাড়ুন। সুন্দর গন্ধ বের হলে চুলা থেকে নামিয়ে ফেলুন।
৪। ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিন।
৫। এবার একটি প্যানে অল্প তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিন। বেগুনগুলো আস্ত রেখে মাঝখান দিয়ে চার ভাগ করে নিন। খেয়াল রাখবেন বেগুন যেন ডাটার সাথে যুক্ত থাকে আর মাঝের অংশ ভেঙ্গে না যায়।
৬। বেগুনের উপর অল্প তেল ছিটিয়ে দিন, যাতে করে বেগুনগুলোর দু পাশ ভাজি হয়।
৭। এখন আরেকটি প্যানে তেল দিয়ে লাল শুকনা মরিচ ভাজুন।
৮। মরিচ ভাজা হয়ে গেলে এতে মৌরি,কালোজিরা, সরিয়া, আদা রসুনের পেস্ট দিয়ে নাড়ুন।
৯। তারপর এতে ভাজা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, সিদ্ধ টমেটো কুচি, লবণ দিয়ে রান্না করুন।
১০। মশলা থেকে তেল উপরে উঠে আসলে এতে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
১১। তারপর এতে টমেটো দিয়ে আরোও কিছুক্ষণ নাড়ুন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন।
১২। ৫ মিনিট পর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ মিনিট রান্না করুন।
১৩। ১০ মিনিট নামিয়ে ফেলুন মজাদার আচারি বেগুন।

টিপস:
টমেটোর সিদ্ধের সময় টমেটোর পানিতে বরফ কুচি দিয়ে দিবেন। এতে টমেটোর খোসা খুব সহজে ছাড়ানো যাবে

ভারতীয় খাবার পানি পুরির রেসিপি

ভারতীয় খাবার পানি পুরির রেসিপি

ফুচকার নাম শুনলেই জিভে জল চলে আসে! টক, ঝাল, মিষ্টি স্বাদের এই খাবারটি ছোট বড় সবার প্রিয়। ফুচকার মত আরেকটি খাবার আছে ‘পানি পুরি’। মূলত এটি ভারতীয় একটি খাবার। টক ঝাল মিষ্টি স্বাদের এই খাবারটিও কিন্তু খেতে দারুণ মজার। তবে ফুচকার মত এই পানি পুরি সব স্থানে পাওয়া যায় না। তাই খেতে ইচ্ছা করলেও সবসময় খাওয়া সম্ভব হয় না। যদি বাসায় তৈরি করা যায় মজাদার এই খাবারটি। তবে কেমন হয় ঘরে তৈরি করে ফেলুন পানি পুরি।

ভারতীয় খাবার পানি পুরির রেসিপি

উপকরণ:

১.৪ কাপ পুদিনা পাতা কুচি

১/২ কাপ ধনে পাতা কুচি

২ টেবিল চামচ লেবুর রস

১ টেবিল চামচ কাঁচামরিচ কুচি

১/২ টেবিল চামচ আদা কুচি

২টি গোল মরিচ

১ চা চামচ বিট লবণ

১.৫ চা চামচ জিরা গুঁড়ো

৩ কাপ ঠান্ডা পানি

১/৪ কাপ বুন্দিয়া

১/২ কাপ মুগ ডাল বা ভেজানো অঙ্কুরিত শস্যদানা

১ কাপ সিদ্ধ আলু

১ চা চামচ ধনিয়া জিরা গুঁড়োভারতীয় খাবার পানি পুরির রেসিপি 2

১ চা চামচ লাল মরিচ গুঁড়ো

১ চা চামচ বিট লবণ বা কালো লবণ

লবণ স্বাদমত

তেঁতুলের চাটনি

প্রণালী:

১। প্রথমে পুদিনা পাতা কুচি, ধনে পাতা কুচি, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, আদা কুচি, গোল মরিচ, বিট লবণ, জিরা গুঁড়ো, লবণ এবং ১/৪ কাপ পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট করে নিন।

২। এবার পুদিনার পেস্টের সাথে ৩ কাপ ঠান্ডা পানি মিশিয়ে নিন। আপনি চাইলে নরমাল পানি মিশিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।

৩। এবার মুগ ডাল বা অঙ্কুরিত শস্যদানা, সিদ্ধ আলু, বুন্দিয়া ( ১০ মিনিট পানিতে ভিজানো ), জিরা, ধনিয়া গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, লবণ, বিট লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৪। এবার ফুচকার ভিতর প্রথমে আলুর মিশ্রণ, তারপর তেঁতুলের চাটনি এবং শেষে পুদিনা পাতার পানি দিয়ে পরিবেশন করুন মজাদার টক ঝাল মিষ্টি পানি পুরী।

Back to Top
Product has been added to your cart