Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

01575606301

Recently Viewed
নুডলস কেক রেসিপি

নুডলস কেক রেসিপি

নুডলস খাবারটি ছোট বড় সবার বেশ পছন্দ। আর এই নুডলস দিয়ে তৈরি করা যায় নানা মজাদার খাবার। নুডলস কাটলেট, নুডলস চপ, নুডলস রোল আরও কত কি। নুডলস দিয়ে তৈরি মজাদার আরেকটি খাবার হল নুডলস কেক উইথ চিকেন। এটিকে নুডলস কেকও বলা যায়। অতিথি আপ্যায়ন হোক কিংবা বিকেলের নাস্তা, সহজে তৈরি করে ফেলতে পারেন মজাদার নুডলস কেক।

নুডলস কেক রেসিপি

উপকরণ:

  • ১ কাপ নুডলস সিদ্ধ
  • ২টি হাড়ছাড়া মুরগির বুকের মাংস
  • ২টি লাল মরিচ কুচি
  • ২ টেবিল চামচ রসুন কুচি
  • ২ টেবিল চামচ পেঁয়াজ কলি পাতা কুচি
  • ২ টেবিল চামচ ভাজা তিল
  • লবণ
  • গোলমরিচ স্বাদমত
  • ১টি ডিম
  • ১ টেবিল চামচ তেল
  • ১/২ চা চামচ আদা কুচি
  • ১টি মাঝারি আকৃতির ক্যাপসিকাম কিউব আকৃতিতে কাটা
  • ১ টেবিল চামচ হয়সিন সস বা চাইনিজ সস

প্রণালী:

১। প্রথমে একটি পাত্রে সিদ্ধ নুডলস, লাল মরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ পাতা কুচি, তিল, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

২। একটি ডিম ভাল করে ফাটুন। তারপর ডিমটি অর্ধেক অংশ সিদ্ধ নুডলসের সাথে মিশিয়ে নিন।

৩। এখন প্যানে তেল গরম করে এতে সিদ্ধ নুডলস অল্প অল্প করে প্যানকেকের মত করে দিন। নুডলস কেকে উপর অল্প তেল দিয়ে দিন, এতে নুডলস বাদামী রং ধারণ করবে।

৪। এখন আরেকটি প্যানে তেল দিয়ে এতে আদা কুচি, রসুন কুচি ৩০ সেকেন্ড ভাঁজুন।

৫। তারপর এতে লাল মরিচ কুচি, ক্যাপসিকাম দিয়ে আবার ভাঁজুন।

৬। এরপর এতে মুরগির মাংস,লবণ গোল মরিচ গুঁড়ো, হয়সোন সস দিয়ে রান্না করুন যতক্ষণ মাংস সিদ্ধ না হয়।

৭। শেষে তিল, পেঁয়াজ পাতা কুচি, ভাল করে মিশিয়ে নিন।

৮। এখন পরিবেশন প্লেটে নুডলস কেক তার উপর মুরগির মাংস এবং তিল দিয়ে পরিবেশন করুন নুডলস কেক উইথ চিকেন।

শীতের আমেজে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, যা খেলে শরীরটা নিমেষেই একটু উষ্ণ হয়ে উঠবে। চলুন, আজ জেনে নেই একটু অন্যরকম ধাঁচের রেসিপি গার্লিক ফ্রাইড রাইস তৈরির রেসিপি।

গার্লিক ফ্রাইড রাইস তৈরির রেসিপি

শীতের আমেজে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, যা খেলে শরীরটা নিমেষেই একটু উষ্ণ হয়ে উঠবে। চলুন, আজ জেনে নেই একটু অন্যরকম ধাঁচের এক ফ্রাইড রাইসের রেসিপি। হট গার্লিক ফ্রাইড রাইস বেশ ঝাল ঝাল একটি খাবার। রসুনের ফ্লেভারে এই খাবারটি ভেতর থেকে শীত দূর করে দেবে। যারা ঝাল খেতে পছন্দ করেন, তাদের বেশ পছন্দ হবে এই খাবারটি।

গার্লিক ফ্রাইড রাইস তৈরির রেসিপি

উপকরণ

–   দেড় কাপ সেদ্ধ ভাত

–   ১ টেবিল চামচ রসুন বাটা

–   ১০ কোয়া রসুন মিহি কুচি

–   ৩ টেবিল চামচ তেল

–   ২টা শুকনো মরিচ

–   ১৫টা পিঁয়াজকলি কুচি

–   ১টা মাঝারি গাজর মিহি কুচি

–   একটা মাঝারি সবুজ ক্যাপসিকাম কুচি করা

–   এক চিমটি টেস্টিং সল্ট

–   লবণ স্বাদমতো

–   ৩ টেবিল চামচ সয়া সস

–   ১ টেবিল চামচ গার্লিক চিলি সস

প্রণালী

১) প্যান গরম করে তেল দিন। গরম হয়ে এলে এতে দিন রসুন। বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নিন। এরপর এতে দিন এক টেবিল চামচ রসুনের পেস্ট। এটাকে ভালো করে ভুনে নিন। এরপর শুকনো মরিচ দুটো হাতে ভেঙ্গে মশলায় দিয়ে দিন। এতে দিন অর্ধেকপিঁয়াজকলি কুচি, ক্যাপসিকাম, গাজর এবং লবণ। একে ভালো করে মিশিয়ে নিন।

২) এরপর এতে ভাত দিয়ে দিন। ভাতের সাথে দিন বাকি অর্ধেক পিঁয়াজকলি কুচি, সয়াসস এবং গার্লিক চিলি সস। ভালো করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণ গরম হয়ে এলে নামিয়ে নিন।

খুব সহজেই তৈরি হয়ে গেলো হট গার্লিক ফ্রাইড রাইস। পরিবেশন করতে পারেন লাঞ্চ বা ডিনারে।

নুডলস স্প্রিং রেসিপি

নুডলস স্প্রিং রেসিপি

বিকেলের নাস্তায় বা আড্ডায় সকলেরই পছন্দের স্ন্যাকস হচ্ছে স্প্রিং রোল। বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দের এই কুড়মুড়ে মজাদার স্প্রিং রোল। কিন্তু একই স্প্রিং রোল আর কতোদিন খাবেন বলুন। আজকে চলুন না শিখে নেয়া যাক চেনা স্প্রিং রোলের সম্পূর্ণ নতুন ভিন্ন একটি স্বাদ। শিখে নিন কুড়মুড়ে মজাদার ‘নুডলস স্প্রিং রোল’ তৈরির সবচাইতে সহজ রেসিপিটি।

নুডলস স্প্রিং রেসিপি

উপকরণ

– আধা কাপ ক্যাপসিকাম কুচি
– ১/৪ কাপ স্প্রিং অনিয়ন কুচি
– ১/৪ কাপ বাঁধা কপি কুচি
– ৪/৫ টি বরবটি ক্রস করে কাটা
– ১ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস
– ১ প্যাকেট টেস্ট মেকার
– ১ কাপ টমেটো সস
– ১ টেবিল চামচ তেল
– আধা চা চামচ আদা ও মরিচ কুচি
– ১ চা চামচ চাট মশলা (ইচ্ছা বা স্বাদ বাড়াতে)
– লবণ স্বাদমতো
* আপনি নিজের পছন্দমতো সবজি নিতে পারেন।

পদ্ধতি

  • – প্রথমে প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে গরম করে ক্যাপসিকাম কুচি দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এরপর বরবটি দিয়ে ভালো করে নেড়ে ভাজা ভাজা করে নিন।
  • – এরপর ইনস্ট্যান্ট নুডলস দিয়ে দিন প্যানে এবং পৌনে ১ কাপ পানি দিয়ে রান্না করে নিন। এতেই দিয়ে দিন টেস্ট মেকার এবং আদা মরিচ বাদা, চাট মশলা দেড় টেবিল চামচ টমেটো সস। ভালো করে নেড়ে রান্না করতে থাকুন।
  • – তারপর বাঁধাকপি ও স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে নেড়ে শুকিয়ে ভাজা ভাজা করে নিন। এরপর রান্না হয়ে এলে চুলা থেকে নামিয়ে দ্রুত ঠাণ্ডা করুন নতুবা নুডলস বেশী রান্না হয়ে যাবে।
  • – স্প্রিং রোলের শিট বাজারে কিনতে পাওয়া যায়। যদি তা হাতের কাছে না থাকে তাহলে ময়দা, লবণ, তেল ও পানি দিয়ে রুটি বেলার ডো তৈরি করে নিন এবং পাতলা করে রুটির মতো বেলে চারকোণা করে নিন।
  • – এরপর এই চারকোণা রুটির এক কিনারে পুর দিন এবং দুপাশ থেকে ভাজ করে নিয়ে আসুন। এরপর কিনার থেকে রোল করে নিন রুটিটি যাতে পুর ভেতরে রয়ে যায় (ভিডিও)। এরপর রোলের অপর কিনারটি কিছুটা ময়দার পেস্ট গুলে নিয়ে আটকে দিন যাতে পুর বেড়িয়ে যেতে না পারে।
  • – এবারে ডুবো তেলে লালচে করে ভেজে নিন স্প্রিং অনিয়ন এবং কিচেন টিস্যুতে রেখে তেল ঝড়িয়ে ফেলুন। এরপর মাঝে কেটে বা আস্ত নিজের পছন্দমতো সসের সাথে পরিবেশন করুন এই ভিন্ন স্বাদের কুড়মুড়ে মজাদার ‘নুডোলস স্প্রিং অনিয়ন’।
সুস্বাদু পালাক চিজ লেয়ার পাড়াটা রেসিপি

সুস্বাদু পালাক চিজ লেয়ার পাড়াটা রেসিপি

সকালের নাস্তা বা বিকেলের নাস্তা যা ই হোকনা কেন গৃহিণীদের ভাবনার অন্ত থাকেনা। সবাই একটু সহজ ও সময় সাপেক্ষ রেসিপি চায়। তাই আজ আপনাদের জন্য রয়েছে সুস্বাদু পালাক চিজ লেয়ার পাড়াটা রেসিপি। এটি তৈরি করা খুবই সহজ ও খেতে খুবই ট্যাঁসটি। চলুন জেনে নেই এর রেসিপি।

সুস্বাদু পালাক চিজ লেয়ার পাড়াটা রেসিপি-

উপকরন

 ৫০০ গ্রাম ময়দা

 ১ কাপ ব্লেন্ড পালাক

 ১ চামুচ লবণ

 ১ কাপ টক দই

 ১/৩ চামুচ হালুদ গুঁড়া

 ১ কাপ ঝাঁঝরি চিজ

 ১ টেবিল চামুচ মাখন

রান্নার করার নিয়ম

এক গুচ্ছ কুচি করা পালাক নিয়ে তার সাথে টক দই নিয়ে একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। ময়দা দুই ভাগের করে একভাগ মধ্যে পালাকের ব্লেন্ড দিয়ে দিন।একবারে সব দিয়ে নয় একটু একটু করে পালাকের ব্লেন্ড দিয়ে ময়দাটা নরম করে বানিয়ে নিন। তারপর রেখে দিন ঢেকে আদা ঘণ্টা।
এবার আরেক ভাগ ময়দা নিয়ে এর মধ্যে লবণ আর ১/৩ চামুচ হলুদের গুঁড়া দিয়ে এবং পানি দিয়ে আর একটা ডো তৈরি করুন। ডো তৈরি করার সময় লবণ দিতে ভুল করবেন না।

এবার পালকের ডোটা নিয়ে রুটির মত বড় করে বেলে নিন। তার উপর ব্রাস বা হাত দিয়ে বাটার লাগিয়ে দিন। তার উপর চিজ ছড়িয়ে দিন। এবার হলুদ ডো নিয়ে একটা রুটি বেলে নিয়ে চিজের উপরে বিছিয়ে দিয়ে এটার উপরে আবার চিজ বিছিয়ে দিয়ে দুইটা রুটি একসাথে করে রোল তৈরি করুন। হাল্কা হাতে। এবার ছুরি দিয়ে ইচ্ছা মত ছোট বা বড় করে কেটে নিয়ে রুটির মতন করে বেলে নিন। তবে রুটিটা একটু পুরু করে রেখে বেলুন নিন। তারপর রুটির উপরে ঘি বা মাখন দিয়ে ভেজে নিন। সস দিয়ে পরিবেশন করুন।

*** আরো স্পাইসি করে করতে চাইলে মরিচের গুঁড়া ও জিরা গুঁড়া যোগ করতে পারেন।

ফ্রাইড পটেটো বল রেসিপি

ফ্রাইড পটেটো বল রেসিপি

ঝটপট বিকেলের নাস্তায় সুস্বাদু কিছু না পেলে কারোরই মন ভরে না। কিন্তু নাস্তা হিসেবে কি দেবেন তা নিয়ে গৃহিণীদের ভাবতে ভাবতেই সময় চলে যায়।আর তার উপর যদি ঘরে মেহমান চলে আসেন তাহলে তো কথাই নেই। খুব ঝটপট সুস্বাদু কিছু খেতে চান তাহলে তৈরি করে ফেলুন ফ্রাইড পটেটো বল। চলুন জেনে নেয়া যাক সব চাইতে সহজ নাস্তার খুব সহজ রেসিপিটি।

ফ্রাইড পটেটো বল রেসিপি

ফ্রাইড পটেটো বল রেসিপি-উপকরণ✿– ২ টি বড় সেদ্ধ আলু
✿– ২ টেবিল চামচ পরিমাণ বাটার
✿– স্বাদমতো লবণ
✿– গোলমরিচ গুঁড়ো নিজের স্বাদমতো
✿– ৩ টি ডিম
✿– ময়দা
✿– বিস্কিটের গুঁড়ো/ ব্রেডক্রাম্ব
✿– তেল ভাজার জন্য

পদ্ধতি

– প্রথমে আলু সেদ্ধ করে নিয়ে কেটে এতে বাটার, লবণ ও গোলমরিচ দিয়ে ভালো করে পিষে নিন। এরপর এতে দিন দুটি ডিমের কুসুম।
– ভালো করে মেখে নিন। আপনি যদি চান তাহলে নিজের পছন্দমতো মশলা যোগ করতে পারেন স্বাদ বাড়ানোর জন্য। ভালো করে মাখানো হয়ে এলে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। যদি তাড়াহুড়ো থাকে তাহলে ফ্রিজে রাখার বিষয়টি বাদ দিতে পারেন।
– ফ্রিজ থেকে বের করে ছোট ছোট গোল অংশে ভাগ করে নিয়ে বলের মতো তৈরি করুন। বাকি ডিম ভালো করে ফেটিয়ে নিন।
– এরপর ময়দায় বলগুলো গড়িয়ে ডিমে ডুবিয়ে তুলে ব্রেডক্রাম্বে গড়িয়ে উপরে কোট দিয়ে নিন। তেল গরম হলে ডুবো তেলে লালচে করে ভেজে কিচেন টিস্যুতে তুলে নিন।
– ব্যস, এবার পছন্দের সস ও মেয়োনেজ দিয়ে মজা নিন সুস্বাদু ফ্রাইড পটেটো বলের।

মজাদার প্রন কোকোনাট রেসিপি

মজাদার প্রন কোকোনাট রেসিপি

খুব সহজে সামান্য উপকরণ দিয়েই ইফতারের জন্য ঝটপট মুখরোচক কিছু তৈরি করতে চান তাহলে দেখে নিন মজাদার প্রন কোকোনাট রেসিপি এবং ঝটপট তৈরি করুন মজাদার প্রন কোকোনাট।

প্রন কোকোনাট রেসিপি

উপকরণ:

মাঝারি সাইজের প্রন খোসা ছাড়ানো (লেজ সহ),
নারিকেল কুড়ানো ১কাপ,
নারিকেল মিহি বাটা ২টেবিল চামচ,
আদা বাটা ১ চামচ,
জিরা বাটা ১ চামচ,
কালো গোল মরিচ গুঁড়ো ১ চামচ,
লেবুর রস ২ চামচ,
ডিম ১টা,
ময়দা ১কাপ,
তেল ১কাপ,
লবণ পরিমান মত।

প্রস্তুত প্রনালি:

– প্রন/চিংড়ি গুলোকে নারিকেল বাটা,আদা,জিরা বাটা,লেবুর রস,গোল মরিচ গুঁড়ও, লবণ দিয়ে ৩০ মিনিট মেরিনেট করুন।

– এবার ডিম ফেটে নিতে হবে। প্রন গুলোকে প্রথমে ডিমে তারপর শুকনা ময়দা গড়াতে হবে,এবার আবার ডিমে দিয়ে নারিকেল কুড়ানোতে গড়িয়ে নিতে হবে,যাতে প্রন এর গায়ে ভালভাবে নারিকেল গুলো লেগে যায়।

– এবার ডুবো তেলে অল্প আচে ভাজতে হবে।

– গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করুন।

Back to Top
Product has been added to your cart