Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

01575606301

Recently Viewed
গার্লিক মেয়োনিজ রেসিপি

গার্লিক মেয়োনিজ রেসিপি

আজ থাকছে আপনাদের জন্য মজাদার গার্লিক মেয়োনিজ রেসিপি। চলুন জেনে নেই কিভাবে ঘরেই বানাবেন  গার্লিক মেয়োনিজ।

গার্লিক মেয়োনিজ রেসিপি

গার্লিক মেয়োনিজ রেসিপি

গার্লিক মেয়োনিজ রেসিপি

উপকরণ :-

  • দুধ – ১/৪ কাপ
  • গুড়া দুধ – ১টেবিল চামচ
  • ভিনেগার – ১ টেবিল চামচ
  • লেবুর রস – ১ চা চামচ
  • তেল – ১/৩ কাপ
  • লবন – সামান্য
  • চিনি – স্বাদ অনুযায়ী (আমি ১ + ১/২ চা চামচ দিয়েছিলাম )
  • গোল মরিচ গুড়া – ১ -২ চিমটি
  • ছোট গার্লিকের সবচেয়ে ছোট একটি কোষ

প্রনালি :-
-দুধ জ্বাল দিয়ে সামান্য ঘন করে ফ্রিজে রেখে দিন ।
– তেল প্যানে দিয়ে হালকা করে গরম করে নিন।
– ঠাণ্ডা করে ব্যাবহার করুন ।
– ঠাণ্ডা দুধ এর সাথে সব উপকরন এক সাথে দিয়ে ব্লেন্ড করুন ।
– তেল দুইবারে দিলে ভাল হয় । একবারে দিলেও সমস্যা নেই ।
– ১-২ মিনিটের মধ্যেই ক্রিম টাইপের হয়ে যাবে ।
– বেশি ব্লেন্ড করলে আবার লিকুইড ভাব চলে আসসতে পারে তাই ঘন হলেই ব্লেন্ড করা বন্ধ করে দিন ।
– মেয়োনিজ ঘন না হলে আরো সামান্য তেল এড করতে পারেন ।

টিপস :-
* রসুন খুবই কম দিবেন ।
* রসুনের ফ্লেবার পছন্দ না করলে দেবার দরকার নেই । গার্লিক ছাড়াও অনেক টেস্টি হয় ।
* মেয়োনিজ ফ্রিজে রাখার পরে আরো জমাট বাঁধে । তাই প্রথমেই বেশি ঘন করার দরকার নেই ।
* যারা তেল দিতে আগ্রহী নন তারা বাটার দিতে পারেন । তবে কিছুক্ষন ফ্রিজে রাখলে তেলের কোন গন্ধ আসে না । খেতে ভালই লাগে ।

স্টেয়ার চিকেন ফ্রাই রেসিপি

স্টেয়ার চিকেন ফ্রাই রেসিপি

প্রতিদিন ভাজাপোড়ায় একঘেয়েমি ধরে এসেছে মেনু ঠিক করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছেন। তাহলে স্বাদে আনুন ভিন্নতা। বানিয়ে নুডল্‌স কিংবা খিচুরীর সাথে পরিবেশন করুন স্টেয়ার চিকেন ফ্রাই। নাম শুনে অবাক হওয়ার কিছু নেই। রান্নার পূর্বে চিকেনকে একটু ঝাঁকিয়ে নেয়া হয় বিধায় এর নামটি এমন। এটি নিশ্চই পরিবারের সবার মন কেড়ে নেবে।

 

স্টেয়ার চিকেন ফ্রাই রেসিপি

স্টেয়ার চিকেন ফ্রাই রেসিপি

স্টেয়ার চিকেন ফ্রাই রেসিপি

যা যা লাগবে

হাড় ছাড়ানো মুরগির বুকের মাংস (অর্ধেক করা)- ৪টা
কর্নফ্লাওয়ার- ৩ টেবিল চামচ
সয়া সস- ২ টেবিল চামচ
আদা গুঁড়া- ১/২ চা চামচ
রসুন গুঁড়া- ১/৪ চা চামচ
তেল- ৩ টেবিল চামচ
ব্রকোলির ফুল- ২ কাপ
ধনে পাতা কুচি- ১ কাপ
সরু কুচনো গাজর- ১ কাপ
ছোট পেঁয়াজ- ১টা
পানি- ১ কাপ

যেভাবে বানাবেন

মুরগির মাংস ১/২ ইঞ্চি সরু ফালি করে নিয়ে প্লাস্টিক ব্যাগে ভরে নিন। ওই ব্যাগে কর্নফ্লাওয়ার ভরে ঝাঁকিয়ে নিন। এরপর সয়া সস, আদা গুঁড়া, রসুন গুঁড়া ওই ব্যাগে ভরে ভাল করে ঝাঁকিয়ে মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন।

একটা নন-স্টিক প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে মুরগির মাংসগুলো ৩-৫ মিনিট নাড়াচাড়া করে ভেজে নিন। মাংস নামিয়ে প্যানে আর এক চামচ তেল দিয়ে ব্রকোলি, ধনেপাতা, গাজর আর পেঁয়াজ ৪-৫ মিনিট নাড়াচাড়া করে নরম কিন্তু মচমচে করে ভেজে নিন। সব্জি ভাজা হলে মুরগির মাংস আবার প্যানে দিন। পানি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে নামিয়ে নিন।

ব্যাস এবার খিচুরী বা নুডলস যে কোনও কিছুর সঙ্গে পরিবেশন করুন গরম গরম মজাদার স্টেয়ার চিকেন ফ্রাই।

মজাদার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং রেসিপি1

মজাদার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং রেসিপি

মুরগির মাংসে তৈরি ফ্রাই, কারী, নুডলস খেতে খেতে বিরক্তি এসে গেলে তৈরি করতে পারেন খুব অন্যরকম একটি খাবার, ফ্লাওয়ার ডাম্পলিং। দেখতে যেমন অসাধারণ, তেমনি খেতেও দারুণ। আর তেলে ভাজা হয় না বলে দারুণ স্বাস্থ্যকরও বটে! শিখে নিন বিস্তারিত রেসিপিটি।

মজাদার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং রেসিপি

মজাদার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং রেসিপি1

মজাদার চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং রেসিপি

উপকরণ

– মুরগির মাংসের কিমা এক কাপ
– পৌনে এক কাপ চাল, পানিতে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে এরপর পানি ঝরিয়ে রাখা
– লবণ স্বাদমতো
– গোলমরিচ গুঁড়ো স্বাদমতো
– সয়াসস দেড় চা চামচ
– ২-৩ টা পিঁয়াজকলি কুচি করা
– এক চা চামচ আদা কুচি
– এক চা চামচ রসুন কুচি
– কয়েকটা লাল কাঁচামরিচ কুচি

প্রণালী

১) প্রথমে একটি পাত্রে চাল বাদে বাকি সব উপকরণ একসাথে মিশিয়ে নিন। ঝাল খেতে চাইলে কয়েকটা মরিচ দিন। নয়তো একটি মরিচের কুচিই যথেষ্ট।
২) একটি ছড়ানো প্লেটে ভেজা চালগুলো ঢেলে নিন। এরপর কিমার মিশ্রণ দিয়ে ছোট ছোট বল তৈরি করে সেগুলো চালে গড়িয়ে নিন। তৈরি হলো ডাম্পলিং।
৩) এরপর আপনার স্টিমার বা ভাপ দেবার পাত্র ঠিক করুন। কিমার বলগুলোকে রাখার আগে ঝাঁঝরির ওপর কয়েকটা বাঁধাকপির পাতা রেখে নিতে পারেন তাতে এগুলো পাত্রের গায়ে লেগে যাবে না। ৬-৮ মিনিটের জন্য ভাপে দিয়ে রাখুন ডাম্পলিংগুলোকে।
৪) ভাপ দেওয়া হলে নামিয়ে চাটনির সাথে পরিবেশন করুন ধবধবে সাদা ফুলের মতো চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং।

চাইনিজ স্বাদে দোসা রেসিপি

চাইনিজ স্বাদে দোসা রেসিপি

ইন্ডিয়ান স্টাইলের দোসা তো অনেক খাওয়া হলো। যারা চাইনিজ স্বাদ পছন্দ করেন, তাদের জন্য রইলো অভিনব একটি রেসিপি, চাইনিজ দোসা! দোসাও খাওয়া হবে, সাথে পাওয়া যাবে চাইনিজ খাবারের স্বাদটাও।

চাইনিজ স্বাদে দোসা রেসিপি

চাইনিজ স্বাদে দোসা রেসিপি

চাইনিজ স্বাদে দোসা রেসিপি

উপকরণ:

– দোসা ব্যাটার (দোসার রুটি তৈরির গোলা)
– ২ চা চামচ তেল
– ৫/৬ কোয়া রসুন কুচানো
– অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম, জুলিয়েন কাটা
– অর্ধেকটা হলুদ ক্যাপসিকাম, জুলিয়েন কাটা
– অর্ধেকটা লাল ক্যাপসিকাম, জুলিয়েন কাটা
– এক কাপ সেদ্ধ করা নুডলস
– আধা চা চামচ সয়াসস
– এক চা চামচ রেড চিলি সস
– দুই চা চামচ টমেট কেচাপ
– দুইটি পিঁয়াজকলি কুচানো
– লবণ এবং গোলমরিচ গুঁড়ো স্বাদমতো

প্রণালী:

১) একটি নন-স্টিক ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এতে কুচানো রসুন দিয়ে বেশি আঁচে একটু ভেজে নিন। এরপর এতে তিন রঙের ক্যাপসিকাম যোগ করে টস করে নিন।

২) ক্যাপসিকাম একটু সাঁতলে নিয়ে এতে সেদ্ধ করা নুডলস, সয়া সস, রেড চিলি সস এবং টমেটো কেচাপ যোগ করুন। নেড়েচেড়ে মিশিয়ে নিন। এরপর লবণ এবং গোলমরিচ গুঁড়ো যোগ করে মিশিয়ে নিন ভালোভাবে।
৩) ভালোভাবে সবকিছু মিশে এলে ওপরে পিঁয়াজকলি কুচি ছড়িয়ে নামিয়ে নিন। দোসার পুর তৈরি।
৪) একটি তাওয়া গরম করে নিন দোসা তৈরির জন্য। গোল চামচে দোসা ব্যাটার নিয়ে ছড়িয়ে দিন। ওপরে ছড়িয়ে দিন অল্প একটু তেল।
৫) দোসা মোটামুটি হয়ে এলে নুডলসের পুর এর ওপরে ছড়িয়ে দিন এবং ভাঁজ করে ফেলুন।

চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন চাইনিজ দোসা। একই সাথে পাবেন চাইনিজ এবং সাউথ ইন্ডিয়ান খাবারের স্বাদ।

রেস্তরাঁর স্বাদে চিকেন দোপেয়াজার রেসিপি

রেস্তরাঁর স্বাদে চিকেন দোপেয়াজার রেসিপি

রেস্টুরেন্টে গরম গরম নান বা লুচির সাথে দোপেয়াজা খেতে কি দারুণ লাগে, তাই না ঘরে আমরা অনেকেই রেস্তরাঁর এই খাবারটি রান্না করি, কিন্তু হুবহু রেস্তরাঁর স্বাদ আসে কি তাহলে চলুন, জেনে নিই এই পারফেক্ট দোপেয়াজার একটি অসাধারণ রেসিপি!

 

রেস্তরাঁর স্বাদে চিকেন দোপেয়াজার রেসিপি

রেস্তরাঁর স্বাদে চিকেন দোপেয়াজার রেসিপি

রেস্তরাঁর স্বাদে চিকেন দোপেয়াজার রেসিপি

উপকরণ

চিকেন ১/২ কেজি
পিঁয়াজ কউব করে কাটা দেড় কাপ
পিঁয়াজ বাটা ১/২ কাপ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
আস্ত জিরা ১/২ চা চামচ
ধনে গুঁড়ো ১/২চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/৩ চা চামচ
এলাচ ৩/৪ টি
দারচিনি ২ টি
গোলমরিচ ৭/৮ টি
লবঙ্গ ৪/৫ টি
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
লবণ স্বাদ মত
আস্ত শুকনা মরিচ ৩/৪ টি
টমেটো কুচি ২/৩ টি
তেল পরিমান মত
টক দই ৩/৪ কাপ
কাঁচা মরিচ ৩/৪ টি

প্রণালি

-প্যানে পরিমাণ মত তেল গরম করে পিঁয়াজ কিউব গুলো হালকা করে ভেজে তুলে রাখতে হবে।
-একই তেলে এবার আস্ত শুকনা মরিচ,জিরা ও গরম মশলার ফোড়ন দিয়ে চিকেন দিয়ে একটু ভেজে নিতে হবে।
-এরপর একে একে টমেটো কুচি, পিঁয়াজ বাটা,আদা-রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, মরিচগুঁড়ো, ধনে গুঁড়ো,গরম মশলা গুঁড়ো দিয়ে কষিয়ে অল্প করে টক দই ২/৩ বারে দিয়ে কষিয়ে পরিমাণ মত পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে।
-রান্না শেষে ভাজা পিয়াজ কিউব ও কাঁচা মরিচ দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিতে হবে।

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাবুদানার খিচুড়ি

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাবুদানার খিচুড়ি

চাল-ডালের খিচুড়ি তো সবসময়ই তৈরি করা হয়। আজ না হয় হয়ে যাক ভিন্ন স্বাদের কোন খাবার। দক্ষিণ ভারতে জনপ্রিয় একটি খাবার হল সাবুদানার খিচুড়ি। ভিন্ন স্বাদের এই খিচুরিটি সহজেই বাসায় তৈরি করে ফেলতে পারেন।চলুন জেনে নেই রেসিপিটি।

 

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাবুদানার খিচুড়ি রেসিপি

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাবুদানার খিচুড়ি

দক্ষিণ ভারতীয় স্টাইলে সাবুদানার খিচুড়ি

উপকরণ   

১/২ কাপ সাবুদানা

১ টেবিল চামচ ঘি

১ টেবিল চামচ লাল মরিচ গুঁড়া

১ চা চামচ জিরা

১/২ কাপ আলু সিদ্ধ

১/৪ কাপ ভাজা বাদাম গুঁড়া

১/২ কাপ ধনে পাতা কুচি

১ টেবিল চামচ চিনি

প্রণালী

  • -প্রথমে সাবুদানা ভাল করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
  • -৩০ মিনিট পর সাবুদানার পানি ফেলে দিয়ে আঙুল দিয়ে অল্প পানি ছিটিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।
  • -এই ভেজা সাবুদানা ২ সপ্তাহ পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন।
  • -এরপর একটি প্যান চুলায় গরম করতে দিন।
  • -প্যান গরম হয়ে এলে এতে ঘি দিয়ে দিন।
  • -এরপর এতে জিরা, মরিচ গুঁড়া দিয়ে দিন। আপনি চাইলে কাঁচা মরিচও দিয়ে দিতে পারেন।
  • -এবার এতে আলু সিদ্ধ দিয়ে কিছুক্ষণ নাড়ুন।
  • -এরপর এতে সাবুদানা, ভাজা বাদাম গুঁড়া, লবণ, চিনি দিয়ে নাড়ুন।
  • -তারপর এটি ঢাকনা দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন।
  • -এরপর এতে ধনে পাতা কুচি দিয়ে আরও ৩-৪ মিনিট রান্না করুন।
  • -ব্যস, তৈরি হয়ে গেল মজাদার সাবুদানার খিচুরি।
Back to Top
Product has been added to your cart