Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

01575606301

Recently Viewed
ভিন্নধর্মী শুঁটকি ভর্তা রেসিপি

ভিন্নধর্মী শুঁটকি ভর্তা রেসিপি

শুঁটকি খেতে ভালোবাসেন একটু নতুন কোন রেসিপি চাই তাহলে জেনে নিন এই রেসিপি। দুই রকম মাছ মিলিয়ে মজাদার একটি ভর্তার রেসিপি চলুন জেনে নেই ।

ভিন্নধর্মী শুঁটকি ভর্তা রেসিপি

যা প্রয়োজন

দুই রকম শুঁটকি- দেড় কাপ

পিঁয়াজ- বড়ো- ২টি

রসুন- বড়ো ২টি

শুকনামরিচ- ৭-৮টি

কাঁচামরিচ- ৪-৫টি

হলুদ গুঁড়া- সামান্য

লবণ- স্বাদমতো

ধনেপাতা- ইচ্ছা

যেভাবে করবেন

-শুকনা তাওয়ায় শুঁটকি টেলে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে সামান্য হলুদ-লবণ ও পানি দিয়ে সেদ্ধ করে নিন।

-সেদ্ধ করা পানি শুকিয়ে ফেলুন।

-শিল-পাটায় মিহি করে শুঁটকি বেটে নিন। শুকনামরিচ টেলে রাখুন।

-পিঁয়াজ-রসুন একটু মোটা কুচি করে টেলে নিন।

এবার বেটে রাখা শুঁটকির সাথে অন্যান্য সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিন। -গরম ভাতের সাথে পরিবেশন করুন।

ভিন্নধর্মী বিফ ঝাল ভর্তা রেসিপি

ভিন্নধর্মী বিফ ঝাল ভর্তা রেসিপি

ভর্তা তো অনেক রকমেরই খেয়েছেন। আলুর ভর্তা থেকে শুরু করে টমেটোর ভর্তা। আবার শুটকি থেকে শুরু করে মাছের ভর্তা। এবার না হয় একটু ভিন্ন কিছু হোক।

নাম শুনেই তো বুঝতে পারছেন গরুর মাংসের ভর্তার কথা বলছি। দারুন মজার এই ভর্তা বানিয়ে ফেলতে পারেন খুব অল্প সময়ে। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই ভিন্নধর্মী বিফ ঝাল ভর্তা রেসিপি।

ভিন্নধর্মী বিফ ঝাল ভর্তা রেসিপি-

উপকরন:

  • হাঁড় ছাড়া গরুর মাংস ( মাঝারি সাইজের ): ৫-৬ টুকরো
  • পেয়াজ কুচি: ২ টি
  • তেলে ভাঁজা শুকনো মরিচ: ৩ টি
  • সরিষার তেল: ৪ চা চামচ
  • লবন: পরিমান মত
  • আদা বাটা: ১/২ চা চামচ
  • রসুন বাটা: ১/২ চা চামচ

প্রণালী:

  • একটি পাত্রে মাংসের টুকরোগুলোর সাথে আদা বাটা, রসুন বাটা আর লবন মেশান।
  • এবার দেড় কাপ পরিমান পানি দিয়ে মাংসের টুকরোগুলোকে সেদ্ধ করুন ভালো করে।
  • খেয়াল রাখবেন, বাড়তি পানি যেন না থাকে।
  • সেদ্ধ হয়ে গেলে মাংসের টুকরোগুলোকে ভালো করে ছুরি দিয়ে কুচি কুচি করে নিন।
  • এবার একটি বাটিতে পেঁয়াজ কুচি, মরিচ, লবন আর সরিষার তেল নিয়ে ভালোকরে মিশিয়ে নিন।
  • এর সাথে মাংসের কুচিগুলো মিশিয়ে নিন।

ব্যাস, দারুন মজার বিফ ঝাল ভর্তা তৈরি হয়ে গেল। ধোঁয়া উঠা গরম ভাত কিংবা খিচুড়ির সাথে বেশ ভালো লাগবে ভিন্নধর্মী এই ভর্তা।

**বাড়তি স্বাদ পেতে ধনে বা পুদিনা পাতা মেশাতে পারেন। ঘরে ওয়েস্টার সস থাকলে ১/২ চামচ ওয়েস্টার সস ও মিশিয়ে নিতে পারেন।

পেঁয়াজের চাটনি রেসিপি

পেঁয়াজের চাটনি রেসিপি

শীত এর সময় গরম গরম ভাত বা চুলা থেকে নামানো গরম গরম ভাজা রুটির সাথে খেতে খুব মজা লাগে এই চাটনি।

পেঁয়াজের চাটনি রেসিপি

উপকরণ

  • বড় পেঁয়াজ- ২ টি
  • কাজু বাদাম- ১/২ কাপ
  • টমেটো- ১ টি কুচি করা
  • শুকনো মরিচ- ঝাল যে যেমন খেতে পছন্দ করে
  • রসুন কুচি- ১ টেবিল চামচ
  • সরিষা গুঁড়ো- ১/২ চা চামচ
  • লবণ- স্বাদ মত
  • সরিষার তেল- ২ টেবিল চামচ
  • চাট মসলা- ১ চা চামচ
  • সাদা তিল- ১ চা চামচ
  • তেঁতুল ক্বাথ- ২ চা চামচ
  • ধনিয়া পাতা- ১/২ কাপ

প্রণালী
প্রথমে পেঁয়াজের খোসা ছাড়িয়ে ৪ ভাগ করে নিন। একটি কড়াইতে তেল দিয়ে এতেধনিয়া পাতা বাদে সব উপকরণ দিয়ে দিন। পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভাজুন।এবার নামিয়ে নিন।

একটু ঠাণ্ডা হলে ব্লেন্ডারে দিয়ে দিন এবং ধনিয়া পাতা দিন। ভালো ভাবে মিক্স করে পরিবেশন করুন মজাদার পেঁয়াজের চাটনি।

মজাদার ফিশ কাটলেট রেসিপি

মজাদার ফিশ কাটলেট রেসিপি

মাছ অনেকেই পছন্দ করেন আবার অনেকে পছন্দ করেন না। বিশেষ করে বাচ্চাদের মাছ খাওয়ানো বেশ ঝামেলার কাজ। বাচ্চাদের মাছ খাওয়ানোর সহজ একটি উপায় হল ফিশ কাটলেট! কাটলেট বলতে মূলত গরু বা মুরগির মাংসের কাটলেটকে বুঝানো হয়ে থাকে। মাছ দিয়েও তৈরি করে নিতে পারেন কাটলেট। জেনে নিন মজাদার ফিশ কাটলেট তৈরির রেসিপি টি।

মজাদার ফিশ কাটলেট রেসিপি

উপকরণ:

৪-৫ টুকরো মাছ

৪ চা চামচ বেসন

৫টি পাউরুটি দিয়ে তৈরি ব্রেড ক্রাম্বস

১ কাপ তেল

১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি

১ চা চামচ আদা রসুনের পেস্ট

১/২ লেবুর রস

২টি কাঁচা মরিচ কুচি

১/২ চা চামচ মরিচ গুঁড়ো

লবণ স্বাদমত

১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

২ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো

৫ চা চামচ কর্ণ ফ্লাওয়ার

প্রণালী:

১। মাছ পানি এবং ভিনেগার দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন। ভিনেগার দিয়ে ধুলে মাছের গন্ধ দূর হয়ে যাবে।

২। এবার মাছের টুকরোগুলো সিদ্ধ করে নিন।

৩। সিদ্ধ করা মাছগুলোর কাঁটা বেছে নিন।

৪। এবার মাছের সাথে বেসন, ধনে পাতা কুচি, আদা রসুনের পেস্ট, কাঁচা মরিচ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে  নিন।

৫। এবার এতে লেবুর রস এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৬। এবার প্যানে তেল গরম করতে দিন।

৭। মাছের মিশ্রণটি নিজের পছন্দমত সাইজ করে প্রথমে ব্রেড ক্রাম্বস, তারপর কর্ণ ফ্লাওয়ার মেশানো পানিতে এবং আবার ব্রেড ক্রাম্বসে চুবিয়ে  তেলে দিয়ে দিন।

৮। সোনালি রং হয়ে এলে নামিয়ে ফেলুন।

৯। টমেটো সস বা চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফিশ কাটলেট।

টিপস:

১। বেসন মাছের সাথে মেশানোর আগে হালকা করে ভেজে নিন।

২। ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখতে পারেন।

চিকেন স্টাফড ক্যাবেজ রোল রেসিপি

চিকেন স্টাফড ক্যাবেজ রোল রেসিপি

বিকালের নাস্তায় চলুন হয়ে যাক সুস্বাদু ও মজাদার কিছু। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম আ ভেরি হেলদি ইভেনিং স্ন্যাক্স ফর এভরিওয়ান ।চলুন জেন নেই সেই চিকেন স্টাফড ক্যাবেজ রোল রেসিপি টি।

চিকেন স্টাফড ক্যাবেজ রোল রেসিপি

যা প্রয়োজন

চিকেন– ১টি মুরগীর অর্ধেক
বাধাকপির পাতা– ৭-৮টি
আলু সেদ্ধ– ১টি বড়ো
গোলমরিচ গুড়া– স্বাদমতো
মরিচ গুড়া– ১/২ চা চামচ
সয়াসস– ২-৩ টে চামচ
ফিস সস– ২-৩ টে চামচ
আদা/রসুন বাটা– ২ চা চামচ করে
টেম্পুরা পাউডার– ১/২ কাপ
তেল– ভাজার জন্যে

যেভাবে করবেন

আলু সেদ্ধ করে একদম পানি শুকিয়ে ফেলে চটকিয়ে রাখুন। হাড় সহ চিকেনের সাথে আদা-রসুন বাটা, গোলমরিচ গুড়া, মরিচ গুড়া ও সয়াসস-ফিস সস দিয়ে সেদ্ধ করে নিন। চিকেন ঠান্ডা হলে হাড় থেকে ছাড়িয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে রাখুন। ফুটন্ত গরম পানিতে আস্ত বাধাকপির পাতা ভাপ দিয়ে কিচেন টাওয়েলের উপর উঠিয়ে রাখুন।

এবার চিকেনের সাথে আলু সেদ্ধ মাখিয়ে ৭-৮ ভাগে ভাগ করে নিন। এক একটি ভাগ একেকটি পাতায় মুড়িয়ে রোল বানিয়ে নিন। পরিমানমতো পানি দিয়ে টেম্পুরার ঘন ব্যাটার করে নিন। মাঝারি আঁচে প্যানে তেল গরম রোলগুলি একটা একটা করে টেম্পুরার ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে সময় নিয়ে গোল্ডেন করে ভেজে পেপার টাওয়েলের উপর রাখুন বাড়তি তেল শোষন করে নেয়ার জন্যে।

** সস দিয়ে গরম গরম পরিবেশন করুন বিকেলের নাস্তায়।

নোটস

টেম্পুরা পাউডার না থাকলে কি করবেনবেসন ও চালের গুঁড়ার মিশ্রণ দিয়ে ব্যাটার তৈরি করবেন।

সুস্বাদু মিটবল ইন নুডলস নেস্ট রেসিপি

সুস্বাদু মিটবল ইন নুডলস নেস্ট রেসিপি

সাধারণ মিটবল তো অনেক খাওয়া হলো। চলুন এবার নতুন কিছু করা যাক রসালো মিটবলের সাথে ক্রিস্পি নুডলসের দারুণ এক সমন্বয় পাওয়া যাবে এই মিটবল ইন নুডলস নেস্ট খাবারটিতে। তৈরি করতে সময়টাও লাগবে অনেক কম। দেখে নিন সুস্বাদু মিটবল ইন নুডলস নেস্ট রেসিপি টি।

সুস্বাদু মিটবল ইন নুডলস নেস্ট রেসিপি

উপকরণ

– ১ কাপ মুরগীর মাংসের কিমা
– ১ কাপ সেদ্ধ নুডলস
– আধা চা চামচ শুকনো মরিচ
– লবণ স্বাদমতো
– ১ টেবিল চামচ+ ওপরে ছেটানোর জন্য কর্ন ফ্লাওয়ার
– ২ টেবিল চামচ রসুন কুচি
– ১ ইঞ্চি পরিমাণ আদা, কুচি করা
– ২-৩টা টাটকা লাল মরিচ, কুচি করা
– ১ টেবিল চামচ পিঁয়াজকলি কুচি
– ২ টেবিল চামচ+ ডিপ ফ্রাই করার জন্য তেল
– ১ ইঞ্চি সেলেরি কুচি করা
– ১ টেবিল চামচ লাল মরিচ বাটা
– ১ টেবিল চামচ টমেটো কেচাপ
– আধা চা চামচ সয়াসস

প্রণালী

১) ওভেন ১৮০ ডিগ্রিতে প্রিহিট করে রাখুন।

২) একটা বোলে সেদ্ধ নুডলস নিন। এতে শুকনো মরিচ, লবণ এবং কর্ন ফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর এক টেবিল চামচ তেল দিয়ে মিশিয়ে নিন।

৩) মাফিনের ছোট ছোট সিলিকন ছাঁচে আলাদা করে নিন নুডলস। মাঝখানে একটু করে গর্ত করে রাখুন। মাফিনের ছাঁচগুলো বেকিং ট্রেতে রেখে ওভেনে দিন এবং ১৫-২০ মিনিট বেক হতে দিন।

৪) কিমা, ১ টেবিল চামচ আদা, রসুন, মরিচের অর্ধেকটা এবং পিঁয়াজকলির অর্ধেকটা মিশিয়ে নিন একটা বোলে।

৫) কড়াইতে বেশি করে তেল গরম করে নিন।

৬) হাতের তালুতে অল্প করে তেল মাখিয়ে নিন। এরপর কিমার মিশ্রণ থেকে ছোট ছোট বল গড়ে নিন।

৭) একটা পাত্রে অল্প করে কর্ন ফ্লাওয়ার নিয়ে লবণ দিয়ে মিশিয়ে নিন। এতে মিটবলগুলোকে গড়িয়ে নিন। এরপর ডিপ ফ্রাই করে নিন। সোনালি হয়ে এলে উঠিয়ে তেল ঝরিয়ে নিন।

৮) আরেকটি কড়াইতে ১ টেবিল চামচ তেল গরম করে নিন এতে দিন বাকি রসুন, আদা, সেলেরি এবং মরিচ। এক মিনিট সাঁতলে নিন। এরপর মরিচ বাটা দিয়ে আরও এক মিনিট সাঁতলে নিন। এরপর টমেটো কেচাপ দিন। মিশিয়ে নিন এবং রাখুন ৩০ সেকেন্ড। কিছু পানি দিয়ে মিশিয়ে আরও ৩০ সেকেন্ড থাকুন। এরপর সয়াসস দিয়ে মিশিয়ে নিন। এরপর মিটবল দিয়ে রান্না করুন এক মিনিট।

৯) এ সময়ের মাঝে নুডলস নেস্ট হয়ে যাবে। এগুলোকে মাফিনের ছাঁচ থেকে ঠাণ্ডা করে খুলে নিন।

এবার পরিবেশনের পালা। প্লেটে একটা করে নুডলস নেস্ট রেখে তার মাঝে একটা করে মিটবল দিয়ে দিন। ওপরে পিঁয়াজকলি কুচি দিয়ে সার্ভ করুন গরম গরম!

Back to Top
Product has been added to your cart