Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

01575606301

Recently Viewed
মাংসের কিমা স্যান্ডউইচ

মাংসের কিমা স্যান্ডউইচ

আজ থাকছে আপনাদের জন্য মাংসের কিমা স্যান্ডউইচ কিভাবে বানাবেন তা নিয়ে রেসিপি। চলুন জেনে নেই সেই রেসিপিটি।

মাংসের কিমা স্যান্ডউইচ

মাংসের কিমা স্যান্ডউইচ

মাংসের কিমা স্যান্ডউইচ

মাংসের কিমা স্যান্ডউইচ-

উপকরণঃ
মাংসের কিমা – ২০০ গ্রাম
ছোটো সাইজের পেঁয়াজ – ২টো
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো – ১ চা চামচ
সামান্য হলুদ
সাদা তেল – আড়াই চামচ
ধনেপাতা কুচোনো
নুন – আন্দাজমতো
মাখন – ৮ চা চামচ
পাঁউরুটি – ৮ পিস

প্রণালীঃ
প্রথমে মাখন, পাঁউরুটি, ধনেপাতা বাদে বাকি সব উপকরণ ভালো করে তেলে কষে নিতে হবে।
এবার এতে সামান্য জল দিতে হবে। ভালো করে কিমা সিদ্ধ হলে জলটা কড়াইতেই শুকিয়ে নেবেন।
জল শুকনো হলে তাতে ধনে পাতা মিশিয়ে দিন। এবার এটা ঠান্ডা করুন। পাঁউরুটির ওপরে মাখন লাগান।
একটার ওপরে পুরটা দিয়ে অপর আরেকটা পাঁউরুটির স্লাইস চাপা দিন।
পুর দেওয়া হলে ছুরি দিয়ে তিনকোনা করে কেটে নিন। ধারের শক্ত অংশগুলি ফেলে দেবেন।

প্রেশার কুকারে ডিম ছাড়া ভ্যানিলা কেকের রেসিপি

প্রেশার কুকারে ডিম ছাড়া ভ্যানিলা কেকের রেসিপি

কেক তৈরি করার জন্য ওভেন দরকার হয়। এ কারণে ইচ্ছে থাকলেও অনেক রাঁধুনি কেক বেক করতে পারেন না। ওভেন না থাকলেও বাড়িতে যদি থাকে একটি প্রেশার কুকার, তবে সহজেই আপনিও তৈরি করে ফেলতে পারেন মজাদার একটি কেক। এই রেসিপির আরেকটি দারুণ ব্যাপার হলো এতে একটিও ডিম দরকার হয় না, ফলে যারা ডিম পছন্দ করেন না তারাও নিশ্চিন্তে তৈরি করে খেতে পারেন।

প্রেশার কুকারে ডিম ছাড়া ভ্যানিলা কেকের রেসিপি

প্রেশার কুকারে ডিম ছাড়া ভ্যানিলা কেকের রেসিপি

প্রেসার কুকারে ডিম ছাড়া ভ্যানিলা কেকের রেসিপি

উপকরণ

–   ময়দা এক কাপ

–   বেকিং পাউডার আধা চা চামচ

–   বেকিং সোডা সিকি চা চামচ

–   লবণ এক চিমটি

–   মিহি চিনি সিকি কাপ

–   কনডেন্সড মিল্ক আধা কাপ

–   মাখন সিকি কাপ

–   দুধ আধা কাপ

–   ভ্যানিলা এক্সট্রাক্ট দেড় থেকে দুই চা চামচ

–   কাজু বাদাম ২/৩ টেবিল চামচ কুচি করা

–   কিসমিস ১/২ টেবিল চামচ

প্রণালী

১) ছয় ইঞ্চির একটা কেকের টিনের ভেতরে মাখন মাখিয়ে নিন। প্রেশার কুকারে এক থেকে দেড় কাপ বালু দিয়ে ঢাকনা বন্ধ করে দিন। ঢাকনা থেকে অবশ্যই রাবার এবং সিটি দেবার ওজন খুলে রাখবেন। উঁচু তাপে পাঁচ মিনিট গরম করে নিন।

২) একটি বোলে মিহি চিনি, কনডেন্সড মিল্ক এবং মাখন একসাথে মিশিয়ে নিন একটি বিটার দিয়ে। একদম গলে যাওয়া পর্যন্ত বিট করে নিন।

৩) এরপর ময়দা, বেকিং সোডা এবং বেকিং পাউডার এই মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মাঝে মাঝে ঢেলে মিশিয়ে নিন দুধটুকু।

৪) এরপর যোগ করুন ভ্যানিলা এক্সট্রাক্ট, কাজুবাদাম এবং কিসমিস। কিন্তু এগুলো দিয়ে বেশি নাড়বেন না।

৫) কেক প্যানের ভেতরে ঢেলে দিন পুরো মিশ্রণটি। ওপরে ছড়িয়ে দিন কিছুটা কাজুবাদাম এবং কিসমিস।

৬) গরম হয়ে থাকা প্রেশার কুকারের ভেতরে একটি ট্রে বসিয়ে নিন। ঢাকনা লাগিয়ে ২৫ মিনিট হালকা আঁচে রাখুন। এরপর একটি টুথপিক কেকের ভেতরে ঢুকিয়ে দেখুন রান্না হয়েছে কি না। টুথপিক পরিষ্কার বের হয়ে আসলে বুঝবেন কেক হয়ে গেছে।

৭) সাবধানে বের করে আনুন টিন। একটু ঠাণ্ডা হয়ে এলে উল্টো করে কেকটা বের করে আনুন।

টিপস:

–   অবশ্যই রাবার এবং ভালভ খুলে রাখবেন

–   প্রেশার কুকারের ভেতরে পানি দেবেন না

–   সবসময় প্রেশার কুকারের ভেতরে বেক করবেন না তাহলে এটা নষ্ট হয়ে যেতে পারে

–   এই কেক তৈরি করতে সময় লাগবে এক ঘণ্টার মতো। সহজেই পরিবেশন করতে পারবেন ৬-৮ জনকে।

চাইনিজ স্পাইসি বিফ রেসিপি

চাইনিজ স্পাইসি বিফ রেসিপি

ঈদের পরও মাংস খাওয়ার আমেজ একেবারেই কমে যায় নি। কিন্তু বাঙালিদের ট্র্যাডিশনাল একই ধাঁচের রান্না খাওয়া পছন্দ করবেন না কেউই। তাহলে আজকে ডিনারে হয়ে যাক ঝটপট চাইনিজের সুস্বাদু একটি আইটেম ‘স্পাইসি বিফ’। চলুন জেনে নেয়া যাক খুব সহজ রেসিপিটি।

চাইনিজ স্পাইসি বিফ রেসিপি

চাইনিজ স্পাইসি বিফ রেসিপি

চাইনিজ স্পাইসি বিফ রেসিপি

উপকরণ

– ১ কেজি গরুর মাংস

– ১ কাপ দুধ

– ২ চা চামচ আদা-রসুন বাটা

– ২ চা চামচ ওয়েস্টার সস

– ৪ টেবিল চামচ টমেটো সস

– ৫/৬ টি পেঁয়াজ চার খণ্ড করে ছাড়িয়ে নেয়া

– ৩ টেবিল চামচ তেল

– ২ চা চামচ মরিচ গুঁড়ো

– ৬/৭ টি মরিচ কুচি

পদ্ধতি

  • প্রথমে গরুর মাংস লম্বা চিকন করে ফালি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর গরুর মাংসে দুধ, গোল মরিচের গুড়া, লবণ, চিনি, পেঁয়াজ বাটা, মরিচগুঁড়ো, টমেটো সস ও ওয়েস্টার সস দিয়ে ভাল করে মাখিয়ে ভালো করে মেরিনেট করে ১ঘণ্টা আলাদা করে রাখুন।
  • এরপর চুলায় একটি প্যান নিয়ে এতে পরিমান মত তেল দিয়ে তেল গরম করে নিন।তারপর গরম তেলে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিন।
  • এতে মেরিনেট করা মাংস দিয়ে দিন ও হালকা আঁচে ভেঁজে কষাতে থাকুন। ভাজা ভাজা হয়ে এলে ১ কাপ পরিমাণ পানি দিন যাতে মাংস সেদ্ধ হয়। এরপর মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাখা মাখা ঝোল করার জন্য রান্না করুন।
  • ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু চাইনিজ খাবারটি।
মজাদার বিফ স্টেক রেসিপি

মজাদার বিফ স্টেক রেসিপি

আজকের আয়জনে থাকছে গরুর মাংসের অন্য রকম একটি রেসিপি। আর তা হচ্ছে মজাদার বিফ স্টেক রেসিপি । চলুন তাহলে জেনে নেই রেসিপি টি সম্পর্কে।

মজাদার বিফ স্টেক রেসিপি

মজাদার বিফ স্টেক রেসিপি

মজাদার বিফ স্টেক রেসিপি

উপকরণ –

২ টা (১-১/৪ থেকে ১-১/২ ইঞ্চি পাতলা) স্টেক।
১/২ চা চামচ লবন,
১/৪ চা চামচ গোলমরিচ এর গুঁড়া,
আদা পেস্ট আধা চা চামচ,
হট টমেটো সস ১/২ কাপ ,গোল মরিচ গুঁড়া সামান্য
রসুন পেস্ট আধা চা চামচ,
জিরার গুঁড়া সামান্য পরিমান,
স্টেক স্পাইস পরিমানমত,
তেল অথবা ওলিভ অয়েল ২ টেবিল চামচ,

প্রস্তুত প্রণালী –

মাংস গুলো ভাল করে কেটে ধুয়ে নিন। সব উপকরণগুলো একটি পাত্রে নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর স্টেকগুলো পরিস্কার করে পেস্ট মাখিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখতে হবে ৩ থেকে ৪ ঘন্টা। গ্রিলে স্টেক দিয়ে মাঝারি তাপমাত্রায় গ্রিল করুন। ওভেনেও গ্রিল করে নিতে পারেন। এছারাও গ্যাসের চুলার ১ হাত উপরে নেট দিয়ে মাঝারি আচে তৈরি করতে পারেন। স্টেকটি হয়েছে কিনা তা আপনার আঙ্গুলের চাপ দিয়ে দেখুন। এরপর স্টেকের এর উপর গ্রেভি দিয়ে আপনার পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন মজাদার স্টেক ।

সাতকড়া দিয়ে মাংস ভুনা রেসিপি

সাতকড়া দিয়ে মাংস ভুনা রেসিপি

একেবারে দেশি রান্না!!  সাতকড়া দিয়ে মাংস ভুনা।অনেক অনেক টেস্ট।সাতকড়া একটি লেবু জাতীয় ফল। এটা সিলেটে খুবই জনপ্রিয়। ইদানিং এর জনপ্রিয়তা সিলেট ছাড়িয়ে সব অঞ্চলের মানুষের মাঝেই ছড়িয়ে পড়েছে। সিলেটে সাতকড়া বিভিন্ন বড় মাছ, ছোট মাছ ও মাংস দিয়ে রান্না করা হয়। সাতকড়ার বুকের টক অংশ-সহ ছোট মাছ বা বড় মাছ দিয়ে রান্না করা হয় টেংগা বা খাট্টা। এই টেংগা বা খাট্টা সিলেটে খুবই জনপ্রিয়।

সাতকড়া দিয়ে মাংস ভুনা রেসিপি

সাতকড়া দিয়ে মাংস ভুনা রেসিপি

সাতকড়া দিয়ে মাংস ভুনা রেসিপি

সাতকড়া দিয়ে মাংস ভুনা করতে যা লাগবেঃ
– গরুর মাংস / খাসির মাংস ১ কেজি
– সাতকড়া ২ চাক একদম ছোট টুকরা করা 
-পেঁয়াজ কুচি ২ কাপ 
-পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ 
-রসুন বাটা ১ টেবিল চামচ 
-আদা বাটা ২ টেবিল চামচ 
-হলুদ মরিচ ধনিয়া গুঁড়া মিলে ১ চা চামচ 
-গরম মশলা গুঁড়া ২ চা চামচ 
-জিরা বাটা ১ চা চামচ 
-তেজপাতা লবঙ্গ দারচিনি কয়েক টুকরা 
-লবণ স্বাদমত 
-তেল হাফ কাপ

প্রণালী- 
এই মাংস রান্না কষিয়ে করতে পারেন আবার সব কিছু মেখেও করতে পারেন। আমি দুই ভাবেই রান্না করি তবে এই রান্নাটা আমি কষিয়ে করেছি। 

প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে তেজপাতা লবঙ্গ দারচিনি দিন। এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজা হলে একে একে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া ,গরম মশলা গুঁড়া ,জিরা বাটা 
দিয়ে অল্প পানি দিয়ে মশলা কষিয়ে নিন। তাড়াহুড়া করবেন না। মশলা সময় নিয়ে কষাতে হবে। এবার মাংস দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন আরো ২০ মিনিট। এখন সাতকড়া একদম ছোট টুকরা করা কষানো মাংসতে দিন। এখন মাংসতে ১ কাপ গরম পানি কম আঁচে রান্না করুন আরো ৪০ মিনিট।

৪০ মিনিট রান্না করার পর মাংস টা নরম হয়ে সুন্দর কষানো হবে। তেল উপরে উঠে আসলেই বুঝবেন হয়ে গেছে। সুন্দর একটা লেবুর গন্ধ পাবেন মাংস থেকে। ভাতের সাথে খেয়ে দেখুন অনেক মজা।

দই ছাড়া সুস্বাদু লাচ্ছি রেসিপি

দই ছাড়া সুস্বাদু লাচ্ছি রেসিপি

লাচ্ছি তৈরির প্রধান উপকরণ দই। কিন্তু দই বাদ দিয়ে লাচ্ছি তৈরি করার কথা আমরা ভাবতেই পারি না। ঘরে দই না থাকলে লাচ্ছি তৈরির চিন্তা আমরা বাদ দিয়ে বসে থাকি। কিন্তু কেন ঘরে দই না থাকলেও এখন অসাধারণ সুস্বাদু লাচ্ছি তৈরি করতে পারবেন মাত্র ১২ মিনিটে!

 

দই ছাড়া সুস্বাদু লাচ্ছি রেসিপি

দই ছাড়া সুস্বাদু লাচ্ছি রেসিপি

দই ছাড়া সুস্বাদু লাচ্ছি রেসিপি

উপকরণঃ

– ৩ কাপ পানি
– প্রতিকাপ পানির জন্য ৩ চা চামচ গুঁড়ো দুধ (এখানে ৯ চা চামচ লাগবে)
– প্রতিকাপ পানির জন্য ২ চা চামচ লেবুর রস (এখাবে ৬ চা চামচ লাগবে)
– চিনি আপনি যতোটা মিষ্টি চান
– বরফ কুচি ইচ্ছে মতো
– আইসক্রিম (ইচ্ছা)
– বাদাম কুচি (ইচ্ছা)

প্রস্তুত পদ্ধতিঃ

– প্রথমে পানি একটু গরম করে নিয়ে এতে গুঁড়ো দুধ ভালো করে গুলিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে অল্প নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন ৮-১০ মিনিট।

– ৮-১০ মিনিট পর দুধ জমাট বেঁধে গিয়েছে দেখতে পাবেন। এবার একটি ব্লেন্ডারে এই জমাট বাঁধা দুধ, আপনার প্রয়োজন মতো চিনি, অর্ধেকটা পরিমাণে বরফ কুচি এবং বাদাম কুচি দিয়ে ভালো করে ২-৩ বার ব্লেন্ড করে নিন।

– একেবারে শেষের দিকে চিনির স্বাদ বুঝে নিয়ে প্রয়োজনে আরও চিনি দিয়ে ব্লেন্ড করে এতে বরফ কুচি দিন।

– ব্যস, এবার গ্লাসে ঢেলে উপরে ১ স্কুব আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই ছাড়া লাচ্ছি।

টিপসঃ চাইলে বাদামের পরিবর্তে আম, কলা বা পছন্দের ফল কুচি করে যোগ করে নিতে পারেন।

Back to Top
Product has been added to your cart