Home
Shop
Wishlist0

banner

SENIOR’S MEMBER DISCOUNT DAYS! SAVE 25% EACH TUESDAY

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

সবাই চায় নিজের চেহারা সুন্দর করতে আর এর জন্য নানান ধরনের ক্রিম ও ব্যবহার করে থাকি আর তাতে চেহারা ফর্সা না করতে পেরে আফসোস করি। এখন আর  আফসোসই নয়, অনেকে তো রঙ চঙে রঙ ফরসাকারি ক্রিমের বিজ্ঞাপন দেখে সেই ক্রিম কিনে মুখে লাগান। আর এতে লাভ  হয় কতখানি, তা একবারও ভেবে কি কিছুটা হয়তো পরিবর্তন নজরে পড়ে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইসব  বিজ্ঞাপনের ক্রিম কনো কাজে আসে না টাকা জলে ফেলা ছাড়া।

বিভিন্ন ধরণের ফেস প্যাক রয়েছে ত্বকের রঙ উজ্জ্বল করার জন্য। কিন্তু অনেকেই ফেস প্যাকের চাইতে ক্রিমের প্রতিই ভরসা বেশি করেন। আর এর জন্য আজকে আপনাদের জন্য রইল একটি রঙ উজ্জ্বলকারী ক্রিম যা সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত এবং বেশ কার্যকরী। বেশ সহজেই ঘরে তৈরি করতে পারবেন এই পেস্টটি।

ঘরেই বসেই তৈরি করুন রঙ উজ্জ্বলকারী এই ক্রিম-

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন

ঘরেই বসেই রঙ উজ্জ্বলকারী ক্রিম তৈরি করুন



উপাদানঃ

দেড় কাপ ঘরে তৈরি চিনি ছাড়া দই
৩/৪ টি কাঠ বাদা

দুই টেবিল চামচ লেবুর রস
দই টেবিল চামচ মধু
এক চিমটি হলুদ গুড়ো

ঘরে চিনি ছাড়া দই তৈরির পদ্ধতিঃ
•সবার প্রথমে ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করুন।তারপর এই দুধটুকু ঠাণ্ডা হতে দিন।
•১ টি পাত্রে দুধ ঢেলে নিয়ে ঠাণ্ডা দুধে ৩/৪ ফোঁটা লেবুর রস দিয়ে পাত্রের মুখ পরিষ্কার পাতলা কাপড় কিংবা স্বচ্ছ প্ল্যাস্টিক দিয়ে ভালো করে বাধুন।
•তারপর এই পাত্রটি গরম কিন্তু অন্ধকার স্থানে রাতভর রাখুন। তৈরি হয়ে গেল দই।

ক্রিম তৈরির পদ্ধতিঃ
•১মই কাঠ বাদামগুলো পিষে নিন । চাইলে পাটায় বেটে নিতে পারেন। কিন্তু পাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন। একদম মিহি গুঁড়ো করুন।
•তারপর কাঠবাদাম গুড়ো, মধু, দই, লেবুর রস এবং হলুদ গুড়ো একসাথে ভালো করে মিশিয়ে পেস্টের মত তৈরি করেন।
•তৈরি হয়ে গেল আপনার রঙ উজ্জ্বলকারী ক্রিমটি। নিয়মিত ব্যবহারে দ্রুত ফল পাবেন।
•এই ক্রিম ফ্রিজে একটি ঢাকনাযুক্ত কৌটায় সংরক্ষণ করতে পারবেন সাত দিন।
•এই ক্রিমটা শুধু রাতে  ব্যবহার করুন। দিনে এই ক্রিম লাগাবেন না। কারণ হলুদ এবং লেবুর রস সূর্যের আলোর প্রভাবে ত্বকে পোড়া দাগ লাগাবে।

সুস্বাস্থ্য নখ পাওয়ার জন্য পরিচর্যার  টিপস

সুস্বাস্থ্য নখ পাওয়ার জন্য পরিচর্যার  টিপস

নখ আমাদের সৌন্দর্যের খুবিই গুরুত্বপূর্ণ দিক হলেও নখের যত্ন আমাদের তেমন ভাবি না। কিন্তু আমরা  মনে করি বাহারি রঙের নেইলপলিশে নখকে রাঙিয়ে নিলেই যথেষ্ট। কিন্তু আমরা ভাবি না এই নেইলপলিশের নিচে নখের স্বাস্থ্য কেমন আছে । ভালো মতো নখের যত্ন না নিলে তা পাতলা হয়ে ভেঙে ও যেতে পারে কিংবা ফাংগাস/ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ঘটতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুকি।তাহলে আমরা জেনে নিই নখের পরিচর্যায় কিছু উপায়।

সুস্বাস্থ্য নখ পাওয়ার জন্য পরিচর্যার  টিপস

সুস্বাস্থ্য নখ পাওয়ার জন্য পরিচর্যার  টিপস

নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখবেন। নখ যদি ভেজা থাকে তাহলে নখের ভেতর ব্যাকটেরিয়া, জীমানু জন্মাতে পারে। এ থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা কয়েক  বেড়ে যায়।

নিয়মিত বাড়িতেই  মেনিকিউর করে নিতে পারেন। মেনিকিউর ক্লিপার বা কাটার দিয়ে নিয়মিত নখ কেটে নেইল ফাইলার দিয়ে শেপ করুন। নখ কাটার আগে  পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভেজা নখ হয়ে যায়, ফলে নখ কাটতেও সুবিধা হয় এবং নখের কোনো ক্ষতিও হয় না। ভিবিন্ন সময় বিভিন্ন কারণে নখ ভেঙে যায়। নখ ভেঙে গেলে কখনই টেনে ছিঁড়বেন না। টেনে ছিঁড়লে ব্যথা তো লাগবেই, সেই সঙ্গে নখের শেপও নষ্ট হয়। ভাঙা নখ সাবধানে নেইল কাটার দিয়ে কাটুন।

সবসময় নেইলপলিশ ব্যবহার না করাই  নখের জন্য ভালো। এতে নখের স্বভাবিক রং নষ্ট হয়। দু-সপ্তাহ অন্তর নেইল পলিশ ফেলে কয়েকদিন নখ এমনই রেখে দিন। এতে নখে আলো-হাওয়া লাগে, যা নখ ভালো রাখতে সাহায্য করে।

কখনো দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশের চামড়া কাটার বদ অভ্যাস যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন ততই ভালো।

নিয়মিত  রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ ম্যাসাজ করুন  ভালো করে।

নেইল পলিশ রিমুভার যতটা সম্ভব কম লাগান। বেশি রিমুভার ব্যবহার করলে নখের ন্যাচারাল ময়েশ্চার নষ্ট হয়ে যায় এবং নখ শুষ্ক হয়ে যায়। সপ্তাহে একবারের বেশি রিমুভার ব্যবহার করবেন না।

সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম অথবা লোশন লাগআন। সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের ময়েশ্চারও নষ্ট করে ফেলে।

নখ কাটার নিয়ম

নখ কাটার নিয়ম

আমাদের শরীরের খুব ক্ষুদ্র একটা অংশ হচ্ছে নখ । কিন্তু এই নখ নিয়েই মেয়েরা অনেক ধরণের স্টাইল করে থকে বা করতে ভালোভাসে  । বিভিন্ন ধরনের শেপে নখ কেটে নখকে করে তোলে আকর্ষণীয়। কিন্তু নখ চিকন বড় হয়ে গেলে ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই চিকন বড় হওয়ার আগেই নখ কেটে ফেলা উচিত।

নখ কাটার নিয়ম

নখ কাটার নিয়ম

অনেকেই নখ কাটতে গিয়ে বিপত্তি ঘটায়। নখ এতো চিকন গভীর করে কেটে ফেলে যার কারণে নখের নিচের নরম চামড়া বের হয়ে য়ে পড়ে। কখনও কখনও নখ চিকন কেটে ফেলার সাথে সাথে নখের নিচের চামড়া কেটে গিয়ে রক্ত বের হয়। এই কারনে নখ কাটার সময় সাবধানে কাটা উচিত।

নখ কাটার আগে হালকা গরম পানিতে কিছুক্ষণ হাত ও পা ভিজিয়ে রাখলে নখগুলো নরম হবে। এতে করে নখ সহজে আপনার  ইচ্ছামতো কাটতে পারবেন। কখনই নখ খুব চিকন গভীরে কাটা ঠিক না। নখ কাটার জন্য ভালো ধারালো নেইল কাটার ব্যবহার করতে হবে। কখনই ভোঁতা কোন নেইল কাটার অথবা ব্লেড দিয়ে নখ কাটাবেন না । নখ শুকিয়ে যাওয়ার পর নেইল শেপার দিয়ে পছন্দ মতো শেইপ করে নিন। নখ ভেজা অবস্থায় কখনও নেইল শেপার ব্যববার করবেন না, এতে নখ খাঁজ কাটা হয়ে যাবে এবং শুঁকানোর পর নখ অমসৃণ হয়ে যাবে এবং ভেঙে যাবে। নেইল শেপার দিয়ে এমন ভাবে শেইপ করতে হবে যেন নখের মাথা মসৃণ হয়,  অমসৃন নখ বিভিন্ন জায়গায় যেমন কাপড়ে, চুলে লেগে নখ ভেঙে যেতে পারে।

মায়েরা যখন তাঁদের বাচ্চাদের নখ কাটেন তখন একটু বেশী সাবধানতা অবলম্বন করা উচিত। বাচ্চাদের নখ হয় নরম এবং পাতলা। একদম ছোট বাচ্চাদের নখ কাটার জন্য ভালো সময় হলো যখন ওরা ঘুমিয়ে থাকে। কারণ জেগে থাকলে নড়াচড়ার মাঝে নখ কাটতে গেলে চামড়াসহ কেটে জাওয়ার ভয় থাকে। বাচ্চাদের নখ খুব দ্রুত বাড়ে, তাই প্রতি সপ্তাহে নিয়মিত নখ কেটে ফেলতে হবে।

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

হাতের সৌন্দর্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নখ। মেয়েরা তাদেরনখ বিভিন্ন রকম  ভাবে কাটতে ও বিভিন্ন রঙের নেইলপলিশ দিয়ে সাজাতে ভালবাসেন। কিন্তু এই নেইলপলিশ ব্যবহার নিয়ে পড়তে হয় অনেক ঝামেলায়। ভাবছেন কি ঝামেলায় অনেক সময় নেইলপলিশ লাগাতে গিয়ে দেখা যায়  জামার রং এর নেইলপলিশ ঘরের মধ্যে নেই। আবার দোকানে গিয়ে যে কিনবেন তার ও সময় নেই। তখন উপায় কী উপায় আছে! খুব সহজে ঘরে থাকা উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন পছন্দের নেইলপলিশটি।

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

ঘরেই তৈরি করুন পছন্দের নেইলপলিশ

যা যা লাগবে

  • ন্যাচারাল কালার বা রঙহীন একটি নেইল পলিশ
  • পছন্দের রঙের আই শ্যাডো

যেভাবে তৈরি করবেন

– প্রথমে আই শ্যাডোকে ভালভাবে  গুঁড়ো করে নিন। যদি গুঁড়ো আই শ্যাডো থাকে তবে আর গুঁড়ো করার প্রয়োজন হবে না।

– এবার একটি কাগজ দিয়ে কোন বানিয়ে ফেলুন।

– কোনের সাহায্যে আই শ্যাডোর গুঁড়োগুলো আস্তে আস্তে করে নেইল পলিশের বোতলে ঢালুন।

– আপনি যদি আপনার নেইল পলিশে গ্লিটার দিতে চান, তবে এর সাথে গ্লিটার আই শ্যাডো ঢালুন।

– এবার নেইল পলিশের বোতলটি ভালভাবে ঝাঁকিয়ে নিন। এতে করে  আই শ্যাডো ভাল করে মিশে যাবে। ৩ থেকে ৫ মিনিট ঝাঁকিয়ে নিলে ভাল ফল পাবেন।

– আপনি যদি গাঢ় রং চান তবে বেশি পরিমাণে আই শ্যাডো নিবেন। আর যদি হালকা রং পছন্দ করেন তবে অল্প আই শ্যাডো নিবেন।

– ব্যস তৈরি হয়ে  গেছে পছন্দ রঙের নেইলপলিশ।

– আপনি ইচ্ছে করলে কোনের পরিবর্তে কটন বাড দিয়ে আই শ্যাডো নেইল পলিশের কোটায় ঢালতে পারেন। তবে এতে আই শ্যাডো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ার সম্ভাবনা থাকে।

– আই শ্যাডো বেশ চকচকে হয়ে থাকলে ম্যাট এফেক্ট তৈরির জন্য সাথে মিশিয়ে নিতে পারেন একটু কর্ন ফ্লাওয়ার।

এখন আর নেইল আর্টের জন্য নেইল পলিশ কেনার অপেক্ষা করতে হবে না। পছন্দের নেইল পলিশ সহজে যেকোন সময় ঘরে তৈরি করে নিতে পারএন। তবে আর দেরি কেন, শুরু করে ফেলুন এখনুই!

Goromer Nokher Jotno | গরমে নখের যত্নে টিপস

গরমে নখের যত্নে টিপস

ঝকঝকে সুন্দর  নখ সবাই পছন্দ করে ।আর হাত-পায়ের দিকে তাকালে প্রথমেই আমাদের  নজরে যা পড়ে তা হলো নখ।নখ রাঙিয়ে বা সাজিয়ে আর্কশনীয় করতে চায় অনেকেই।এটি নিয়ে সম্যসা নেহাৎ কম ও নয়।

Goromer Nokher Jotno

Goromer Nokher Jotno | গরমে নখের যত্নে টিপস

গরমে সূর্যের অতি বেগুনি রশ্মি  ত্বককে বিবর্ণ করে দিতে পারে। এরসাথে এই রশ্মির প্রভাবে ত্বকের কোষগুলো মরে গিয়ে ত্বক হারিয়ে ফেলতে পারে তার স্বাভাবিক উজ্জ্বলতা। অনেকেরই ধারণা নখের যত্ন শুধু শীতকালেই নেওয়া দরকার। কিন্তু গরমের মধ্যে আপনাকে সমান গুরুত্ব দিয়ে নখের যত্ন নেওয়া দরকার। তবেই আপনার নখ বারো মাসই থাকবে সুন্দর ও উজ্জল।

কখনো নখের রং বদলে হলদেটে ভাব হওয়া, কখনো বা নখ  যায়। এসব সমস্যা থেকে রেহাই পেতে ও ভালো রাখতে প্রথমেই দরকার পরিস্কার-পরিচ্ছন্নতা থাকা। সে জন্য নিয়মিত হাত-পাইয়ের যত্ন নিতে হবে ।মাসে অন্তত ২ বার ম্যানিকিউর  ও পেডিকিউর ব্যাবহার  করতে পারেন। সম্ভব হলে প্রতি ১৫ দিন পর পর একবার করে করতে পারেন।এতে নখের সমস্যা দূর হয়ে  যাবে।

যাদের নখ ভাঙার সমস্যা আছে, তারা নিয়মিত নেইল র্হাডনার ব্যাবহার করুন। এটি নেইন পালিশের মতো বাজারে কিনতে পাওয়া যায়, তছাড়া নখের হলদে ভাব দেখা দিলে রাতে ঘুমাতে যাওবার আগে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান।

নখকে সজীব ও ন্যাচারাল রাখতে আজকাল নখের ধরন, কারণ, আবহাওয়া, সময়, পরিস্থিতি বিবেচনা করে ব্যবহারের উপযোগী অনেক ধরনের ময়েশ্চার বের করা হয়েছে। রাতে শুতে যাওয়ার আগে নখের ওপর হালকা ভ্যাসলিন ব্যাবহার  করুন। এতে আপনার নখ মসৃণ থাকবে। নখের কিউটিকল ড্যামেজ হলে আমন্ড অয়েলের সাথে ভ্যাসলিন মিশিয়ে ব্যাবহার করুন।

একটু সর্তক হলেই আপনি আপনার নখকে সুন্দর ও সতেজ রাখতে পারেন।

Nokh Porichorchar 8 ti Sohoj Upai | নখ পরিচর্যার ৮টি সহজ টিপস

নখ পরিচর্যার ৮টি সহজ টিপস

রূপচর্চায় আমরা অনেক  কিছুই ব্যবহার করি  । কিন্তু নখ আমাদের সৌন্দর্যের একটি গুরুত্বপূর্ণ অংশ  হলেও নখের যত্ন আমাদের তেমন একটা ভাবায় না। আমরা মনে করি বাহারি রঙের নেইলপলিশে নখকে রাঙিয়ে দিলেই যথেষ্ট। কিন্তু এই নেইল পলিশের নিচে নখের স্বাস্থ্য কেমন আছে তা হয়তো আমরা  দেখি ও না। ঠিক মতো নখের যত্ন না নিলে তা পাতলা হয়ে ভেঙে যেতে পারে কিংবা ফাংগাস/ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে ঘটতে পারে যা মারাত্মক স্বাস্থ্যঝুকি। আসুন নখের পরিচর্যায় কিছু টিপস্‌ মেনে চলি।

Goromer Nokher Jotno

Goromer Nokher Jotno | গরমে নখের যত্নে টিপস

১/নখ সবসময় পরিষ্কার ও শুকনো রাখতে হবে। নখ ভেজা থাকলে নখের ভেতর ব্যাকটেরিয়া, ফাঙ্গাশ সৃষ্টি হতে পারে। এ থেকে ইনফেকশন হওয়ার আশঙ্কা কয়েক গুণ বেড়ে যায়।

২/বাড়িতেই প্রতিদিন মেনিকিউর করে নিতে পারেন। মেনিকিউর ক্লিপার বা কাটার দিয়ে প্রতিদিন নখ কেটে নেইল ফাইলার দিয়ে শেপ করুন। নখ কাটার আগে হালকা গরম  পানিতে নখ কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ভেজা নখ নরম থাকে, ফলে কাটতেও সুবিধা হয় এবং নখের কোনো রকম ক্ষতিও হয় না।

৩/অনেক সময় বিভিন্ন কারণে নখ ভেঙে যায়। কোনো কারণে নখ ভেঙে গেলে কখনই টেনে ছিঁড়বেন না। টেনে ছিঁড়লে ব্যথা তো লাগবেই, সেই সঙ্গে নখের শেপও নষ্ট হয়ে যাবে। ভাঙা নখ সাবধানে নেইল কাটার দিয়ে কেটে ফেলুন।

৪/সবসময় নেইলপলিশ না ব্যভার না করাই ভ্লো। এতে নখের স্বভাবিক রং নষ্ট হয়ে যায়। দু-সপ্তাহ পর পর নেইল পলিশ ফেলে কয়েকদিন নখ এমনিভাবে রেখে দিন। এতে নখে আলো-বাতাস লাগে, যা নখ ভালো রাখতে সাহায্য করে।

৫/দাঁত দিয়ে নখ কাটা অথবা নখের চারপাশের চামড়া কাটার বদ অভ্যাস যত তাড়াতাড়ি ছাড়তে পারবেন ততই উপকারী।

৬/প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে পেট্রোলিয়াম জেলি অথবা ময়েশ্চারাইজার দিয়ে নখ ম্যাসাজ করা ভালো।

৭/নেইল পলিশ রিমুভার যতটা সম্ভব কম ব্যবহার করুন। বেশি রিমুভার ব্যবহার করলে নখের ন্যাচারাল ময়েশ্চার নষ্ট হয়ে যায় এবং নখ শুষ্ক হয়ে যায়। সপ্তাহে একবারের বেশি রিমুভার ব্যবহার না করাই ভালো।

৮/সাবান দিয়ে হাত ধুয়ে অবশ্যই ময়েশ্চারাইজিং হ্যান্ড ক্রিম অথবা লোশন ব্যবহার করুন । সাবান হাতের ত্বকের পাশাপাশি নখের ময়েশ্চারও নষ্ট করে দেয়।

Back to Top
Product has been added to your cart